আজকের শিরোনাম :

রবীন্দ্র প্রয়াণদিবস উপলক্ষে ইবির বাংলা বিভাগে আন্তর্জাতিক সেমিনার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০১৮, ২০:৪৮

ইবি, ০৭ আগস্ট, এবিনিউজ : রবীন্দ্র প্রয়াণদিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলা বিভাগের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১১টায় অনুষদ ভবনের ১০৩ নম্বর কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. গৌতম কুমার দাসের সভাপতিত্বে এতে মূখ্য আলোচক হিসেবে ‘রবীন্দ্রনাথের মৃত্যু সম্বন্ধে দার্শনিক ভাবনা’ শীর্ষক আলোচনা উপস্থাপন করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুনমুন গঙ্গোপাধ্যায়। এছাড়াও প্রবন্ধ উপস্থাপক হিসেবে ‘রবীন্দ্র কাব্যে মৃত্যুচিন্তা’ শীর্ষক প্রবন্ধপাঠ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী। 

সেমিনারে অন্যান্য শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন, বিভাগীয় জ্যৈষ্ঠ অধ্যাপক ড. সরওয়ার  মুর্শেদ, অধ্যাপক ড. রহমান হাবিব। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মনজুর রহমান, অধ্যাপক ড. রবিউল হোসেন, অধ্যাপক ড. রশিদুজ্জামান, অধ্যাপক ড. শেখ রেজাউল করিম, অধ্যাপক ড. কামরুল হাসান, সহযোগী অধ্যাপক ড. তপন কুমার রায়, সহকারী অধ্যাপক ফৌজিয়া খাতুন, ভারতের মানবতাবাদী ব্যক্তিত্ব প্রদীপ গঙ্গোপাধ্যায় প্রমুখ।  এসময় বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা সেমিনারে অংশ নেয়।

এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ