আজকের শিরোনাম :

শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে 

রুয়েট শিক্ষার্থীদের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০১৮, ২০:৫৭

রাবি, ০৫ জুলাই, এবিনিউজ : রাজধানীতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে আন্দোলন নামে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষার্থীরা। ক্লাস বর্জন করে রুয়েট প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। 

এ সময় নাম প্রকাশে অনচ্ছিুক এক শিক্ষার্থী বলেন, শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে তার বিচার চাই আমরা। ছোট ছোট ভাই বোনদের উপর প্রশাসন ও সরকারি বাহিনী কর্তৃক যে হামলা তার বিচার চাই। আমাদের দাবি হলো আমরা একটি নিরাপদ দেশ চাই 

এর আগে শনিবার রাতে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে তিন দফা দাবি দেন তারা। তবে আন্দোলন চলাকালে  মহাসড়কে কোন যানবাহন চলতে দেখা যায়নি। 

এবিএন/উমর ফারুক/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ