আজকের শিরোনাম :

ধর্ষকদের শাস্তির দাবিতে জবি ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৩

সিলেট এমসি কলেজে ছাত্রলীগের নেতা-কর্মীরা  স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে এবং খাগড়াছড়িতে আদিবাসী প্রতিবন্ধী নারীকে গণধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকাল ১০ঘটিকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে থেকে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল শুরু হয়।

বিক্ষোভ মিছিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক এ এম সুজন মোল্লা, যুগ্ম সম্পাদক মিলাদ উদ্দীন ভূঁইয়া, জবি ছাত্রদল নেতা আজিমুল হাসান চৌধুরী, তাহসান রেজা, খোরশেদ আলম রকি,শামিম হোসেন, নাসির উদ্দিন ঢালী, কাজী জিয়া উদ্দীন বাসেত, শরিফ উদ্দিন, হোসেন আলী, জাফর আহমেদ, রাশেদ বিন হাসিম, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ,রাশেদুল ইসলাম রাহাত সহ আরো অনেকে।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসেন এক দম্পত্তি। রাত ৯টার সাইফুর, অর্জুন, রবিউল সহ ছাত্রলীগ নামধারী স্বামীকে মারধোর করে স্ত্রীকে ছিনিয়ে এম.সি কলেজ ছাত্রাবাসে নিয়ে যায়।

পরে স্ত্রীর পিছু পিছু স্বামী ছাত্রাবাসে পৌছলে তাকে রশি দিয়ে বেধে ফেলে ছাত্রলীগ কর্মীরা। এক পর্যায়ে স্বামীর সঙ্গে বেড়াতে আসা ওই বধূকে ৫-৬ জন ছাত্রলীগ কর্মী পালাক্রমে ধর্ষণ করে।

এবিএন/মোস্তাকিম আহমদ/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ