আজকের শিরোনাম :

ইবির ছাত্রী হলে পানি সংকট: প্রকৌশল অফিস ঘেরাও

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০১৮, ১৬:২৬

ইবি (কুষ্টিয়া), ১২ মে, এবিনিউজ : হলের পানি সংকট নিরসনের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিস ঘেরাও করেছে খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থীরা।

আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে শিক্ষার্থীরা হল থেকে বিক্ষুব্ধ হয়ে প্রকৌশল অফিস ঘেরাও করে।

আন্দোলনকারী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খালেদা জিয়া হলের নতুন ব্লকে পানি সংযোগ সমস্যা থাকায় তীব্র পানি সংকটে ভুগছে হলের আবাসিক ছাত্রীরা। বিষয়টি জানিয়ে ছাত্রীদের পক্ষ থেকে হল কর্তৃপক্ষ ও প্রকৌশল অফিস বরাবর একাধিকবার অভিযোগ করা হয়। তবে স্থায়ী কোন সমাধান না পেয়ে শনিবার প্রকৌশল অফিস ঘেরাও করে তারা।

এ সময় বিক্ষুব্ধ ছাত্রীরা রাস্তায় বসে মেডিকেল সেন্টার ও ছাত্রীহলের মধ্যবর্তী প্যারাডাইস রোড অবরোধ করে রাখে এবং ক্যাম্পাসের অভ্যন্তরীণ যানচলাচল বন্ধ করে দেয়। প্রায় দেড় ঘন্টা অবস্থান করার পরে বিশ্ববিদ্যালয় প্রক্টররিয়াল বডি ও প্রকৌশল অফিস কর্তৃপক্ষের আশ্বাসে তারা হলে ফিরে যায়।

খালেদা জিয়া হলের ভুক্তভোগি আবাসিক শিক্ষার্থী রিতু বলেন, ‘অনেকদিন ধরে হলে পানি সংকট। বিশেষ করে নতুন ব্লকে এই সমস্যা আরো বেশি। সকালে পানি থাকলে বিকালে থাকেনা, বিকালে থাকলে রাতে থাকেনা। প্রভোস্ট স্যারকে বার বার জানালেও তেমন কোন সমাধান পাইনি।’

লিমা নামের নতুন ব্লকের অপর এক আবাসিক শিক্ষার্থী বলেন, ‘ওয়াশরুমে পানি থাকেনা, বেসিনে পানি থাকেনা। আমাদের ব্লকে এই সমস্যা খুবই বেশি। সমস্যার কথা কর্তৃপক্ষকে জানালেও তেমন সমাধান পাইনি তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।’

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল বলেন, ‘খালেদা জিয়া হলে একটু পানির সমস্যা হয়েছিল। ছাত্রীদের আন্দোলন শেষ হওয়া মাত্রই হলে গিয়ে সমাধান করেছি। আশা করছি, এই সমস্যার আর পুনরাবৃত্তি হবে না।’

খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. অশোক কুমার চক্রবর্তী বলেন, ‘সমস্যা দীর্ঘদিনের কিনা জানিনা তবে এক সপ্তাহ আগে আমি জানার পর ইঞ্জিনিয়ার অফিস কে জানিয়েছিলাম।’

এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/নির্মল

এই বিভাগের আরো সংবাদ