আজকের শিরোনাম :

চবি করোনা টেস্টিং ল্যাবের ফলাফল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২০, ২০:২৪

শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ল্যাবে হাটহাজারী উপজেলা থেকে পাঠানো ৮১টি নমুনা পরীক্ষা করলে ৭৮ জনের ফল পজেটিভ আসে। বিষয়টি স্বাভাবিক নয় বলছেন উপজেলা কর্মকর্তা। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে ল্যাবের কর্মকর্তারা অভিজ্ঞ।

বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের করোনা টেস্টিং ল্যাবে নমুনা পরীক্ষা করলে সবগুলো ফলাফল পজেটিভ আসে। ফলে টেস্টিং কিটে ত্রুটি থাকার কথা জানিয়ে সেগুলো স্বাস্থ্য অধিদপ্তরে ফেরত পাঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নতুন পাঠানো কিটে শুক্রবার আবারও ৮১ জনের নমুনা পরীক্ষা করা হলে ৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। যার সবগুলোই ছিল হাটহাজারী উপজেলার। বিষয়টি অস্বাভাবিক দাবি করে নমুনাগুলো পুনরায় অন্য ল্যাবে পরীক্ষার অনুরোধ জানান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন।

তবে, ল্যাবে কর্মকর্তারা অভিজ্ঞ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল ইসলাম বলেন, 'পরীক্ষা নিয়ে কোনো প্রশ্ন উঠলে তা আবারো পরীক্ষা করা হবে'।

এদিকে, ল্যাব কর্তৃপক্ষ তাদের ফলাফলকে নির্ভুল দাবি করলেও প্রশ্ন উঠায় কিছু নমুনা আইইডিসিআরে পাঠানো হচ্ছে বলে জানান তারা।

গত ২৭শে মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণের জন্য নমুনা পরীক্ষার অনুমতি দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ