আজকের শিরোনাম :

ঢাবি'র ল্যাবে করোনার নমুনা পরীক্ষা বন্ধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২০, ১৭:০৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আজ সোমবার থেকে আর করোনাভাইরাসের কোনো নমুনা পরীক্ষা করা হচ্ছে না বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সংশ্লিষ্টরা বলছেন, ল্যাব পরিচালনায় আর্থিক সংকট, নিরাপত্তাহীনতা, বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ শুরু হওয়া, গবেষণাগারের যন্ত্রপাতি একাডেমিক কাজে ব্যবহারসহ কয়েকটি কারণে এ কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

ল্যাব বন্ধের বিষয়ে ঢাবি উপাচার্য বলেন, "আমরা একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এ কার্যক্রম বন্ধ করে দিয়েছি। আর্থিক কারণে নয়, আমাদের আগে থেকেই কথা ছিল ৩১শে মে পর্যন্ত আমরা এটা চালিয়ে যাব। গত ২৭শে মে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হয়েছে।"

১২ই এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়কে করোনা পরীক্ষার অনুমতি দেয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়৷ ৫ই মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হয় করোনা পরীক্ষার ওই ল্যাব৷ 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ