আজকের শিরোনাম :

কোটা সংস্কারের দাবি এবং শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে মৌন মিছিল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০১৮, ১৭:৩৯

ঢাকা, ১৬ জুলাই, এবিনিউজ : সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলাসহ ঢাবি প্রক্টরের দায়হীন বক্তব্যের প্রতিবাদে মৌন মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে মুখে কালো কাপড় বেঁধে প্রায় দ্ইু শতাধিক শিক্ষক-শিক্ষার্থী এ মৌন মিছিলে অংশগ্রহণ করেন।

সকাল সাড়ে ১১টার দিকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ঐক্য মঞ্চ’ ব্যানারে সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাজ বিজ্ঞান অনুষদের সামনে গিয়ে শেষ হয়।

মৌন মিছিলে বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক মানস চৌধুরী, অধ্যাপক সাঈদ ফেরদৌস, অধ্যাপক শামিমা সুলতানা, অধ্যাপক মো. শামছুল আলম সেলিম, অধ্যাপক মাফরুহী সাত্তার’সহ বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এদিকে কোটা সংস্কার আন্দোলনকারী গ্রেপ্তার শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি, আন্দোলনে হামলাকারীদের বিচার ও অবিলম্বে কোটা সংস্কারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার দুপুর পর্যন্ত জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ, দর্শন বিভাগ ও প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনের যৌক্তিক দাবিতে শ্রেণিকক্ষের দরজায় তালা ঝুলিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ