আজকের শিরোনাম :

পরিবারসহ করোনার বিষাক্ত ছোবলে আক্রান্ত জবি শিক্ষার্থী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২০, ১৬:৫৬

পুরো পরিবারসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর করোনা ভাইরাস ধরা পড়েছে। আইন বিভাগের ওই শিক্ষার্থীর মা-বাবা ও ছোট বোনসহ সবারই করোনা টেস্টে রেজাল্ট পজিটিভ পাওয়া গেছে। ওই শিক্ষার্থীর পুরো পরিবার বর্তমানে চট্টগ্রাম অবস্থান করছেন।

জানা যায়, শুরুতে শিক্ষার্থীর বাবা অসুস্থতা বোধ করায় করোনা টেস্ট করান এবং গত ১৪ মে টেস্টের রেজাল্ট পজিটিভ আসে। পরবর্তীতে ১৭ মে পরিবারের অন্য সদস্যরা করোনা টেস্ট করায়। বুধবার (২০ মে) বাকিদেরও করোনা পজিটিভ বলে জানানো হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ওই শিক্ষার্থী জানায়, ‘প্রথমে বাবার করোনা পজিটিভ হওয়ায় আমরা সবার করোনা টেস্ট করাই। আমাদের সবারই পজিটিভ আসে। আমরা হোম আইসোলেশনে আছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল জানান, আইন বিভাগের এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টা জানতে পেরেছি। ওই শিক্ষার্থীর সাথে আমার কথা হয়েছে। যেকোনো ধরনের সহযোগিতায় আমরা তার পাশে আছি।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ