আজকের শিরোনাম :

করোনার সময়ে শিক্ষার্থীদের বেতন মওকুফের দাবি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২০, ২০:১০

করোনাকালীন সময়ে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতন মওকুফের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় ছাত্র সমাজ।

সোমবার (১৮ই মে) সকালে, রংপুরের একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় কেন্দ্রীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের। করোনাকালীন সময়ে অনেকের টিউশনি বন্ধ হয়ে গেছে। এমনকি অনেক পরিবারের আয়ও বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ না করলে তাদের শিক্ষা জীবন হুমকিতে পড়বে বলে জানান তিনি।

এসময় সরকারি-বেসরকারি শিক্ষক কর্মচারীদেরও করোনা দুর্যোগে প্রণোদনার আওতায় আনার দাবিও জানান আল মামুন। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ