আজকের শিরোনাম :

করোনার ছোবলে জবি শিক্ষার্থী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ০১:১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম বর্ষের এক শিক্ষার্থী প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) পরীক্ষার পর তার করোনা পজিটিভ বলে নিশ্চিত করা হয়।

এর আগে সোমবার (৬ এপ্রিল) ওই শিক্ষার্থী ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) হটলাইনে ফোন দিলে তাকে আইইডিসিআরে নেওয়া হয়।

ওই শিক্ষার্থী জানান, গত এক সপ্তাহ ধরে তার জ্বর ও মাথা ব্যথা ছিল। বুধবার (৮ এপ্রিল) তাকে আইসোলেশনে নেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, আমরা সার্বক্ষণিক তার খোঁজ-খবর নিচ্ছি। বুধবার তাকে আইইডিসিআর কর্তৃপক্ষ আইসোলেশনে নিয়ে যাবে, তার পরিবারকেও হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। আমরা বলেছি, যে কোনো সহযোগিতায় আমাদের জানাতে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাকে সবধরনের সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ