আজকের শিরোনাম :

ত্রাণ তহবিলে দুদিনের বেতন দেবেন জাবি শিক্ষকরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ১৯:০৪

করোনাভাইরাসের দুর্যোগময় পরিস্থিতিতে দেশের হত দরিদ্র ও কর্মহীন মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুইদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেয়ার ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকরা।

রবিবার (৫ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, বাংলাদেশসহ সারাবিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ মহামারি আকার ধারণ করেছে। এই মহা দুর্যোগ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানসহ সব ধরণের সরকারি ও বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করেছে সরকার। এর প্রভাবে দেশের প্রান্তিক, খেটে-খাওয়া ও হত দরিদ্র মানুষ কর্মহীন হয়ে পড়েছে।

এমন পরিস্থিতিতে মানবিক সহায়তার অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দুইদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ