আজকের শিরোনাম :

কম খরচে কিট তৈরিতে সক্ষম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০, ০০:১৩

উপকরণ পেলে কম খরচে কভিড শনাক্তের কিট তৈরি করতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সেই সাথে ভাইরাসের প্রতিষেধকসহ নানা বিষয়ে গবেষণার জন্য একটি কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, কভিড শনাক্তকরণে প্রয়োজনীয় বিশেষজ্ঞ, দক্ষ জনবল ও ল্যাব সুবিধা আছে। এসব ল্যাবে স্বল্প পরিসরে করোনা শনাক্তের কিট উদ্ভাবন করা যাবে। এছাড়া চাহিদা অনুযায়ী কিট উদ্ভাবনের জন্য নতুন ল্যাব তৈরি

বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, এরই মধ্যে কভিড প্রতিষেধকের কিছু উপাদান তৈরি করা হয়েছে। কিটের উপকরণ পেলেই তারা কাজ শুরু করবে। এ বিষয়ে সরকারের সাথে আলোচনা হয়েছে।

এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবেও করোনাভাইরাস শনাক্তের জন্য প্রস্তুত আছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, স্যাম্পল পেলে তারা অল্প সময়ের মধ্যেই করোনা শনাক্ত করতে পারবেন।

আরো বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় করোনাভাইরাস নিয়ে গবেষণার জন্য উদ্যোগ নিচ্ছে।

কভিড-১৯ নিয়ে বিশ্ব এখন চরম হুমকির মুখে। এ ভাইরাস নিয়ে গবেষণা করছে বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ