আজকের শিরোনাম :

বুয়েটের ঢাকেশ্বরী আবাসিক এলাকা লক ডাউন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ২১:৫০

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের ঢাকেশ্বরী আবাসিক এলাকা লক ডাউন করা হয়েছে। সোমবার (২৩শে মার্চ) এক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট'র ঢাকেশ্বরী আবাসিক এলাকার পরিবেশ কমিটির সভাপতি ও সদস্য সচিব স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে লক ডাউনের এ সিদ্ধান্তের ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুয়েটের ঢাকেশ্বরী আবাসিক এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ায় ১৪ দিন লক ডাউন রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আবাসিক এলাকার বাসিন্দাদের সার্বিক নিরাপত্তার স্বার্থে প্রত্যেক বাসিন্দাকে আগামী ১৪ দিন বাধ্যতামূলক নিজ নিজ বাসায় অবস্থান করতে বলা হয়েছে।

সবাইকে নিরাপদ রাখার এবং বৃহত্তর স্বার্থে সামাজিক বিচ্ছিন্নতার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ