আজকের শিরোনাম :

অধ্যাপক ড. সুলতানা জামানের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ১৫:২৭

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের  ইমেরিটাস অধ্যাপক ড. সুলতানা সারোয়াত আরা জামানের মৃত্যুতে ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন। 

আজ সোমবার (২৩ মার্চ) এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. সুলতানা সারোয়াত আরা জামান শিক্ষা বিস্তারে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে স্পেশাল এডুকেশন বিভাগ প্রতিষ্ঠা, বাংলাদেশের ছিন্নমুল নারী ও শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ এবং অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার হাত ধরেই বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠিত হয়। প্রতিবন্ধী, ছিন্নমূল নারী ও শিশুদের জীবনমান উন্নয়নসহ মানবকল্যাণে অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন।

উপাচার্য মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, অধ্যাপক ড. সুলতানা সারোয়াত আরা জামান গতকাল ২২ মার্চ ২০২০ রবিবার রাজধানীর বনানীতে তার বড় মেয়ের বাসায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ