আজকের শিরোনাম :

২৮ মার্চ পর্যন্ত এইচএসসির প্রবেশপত্র বিতরণ স্থগিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২০, ১২:৫৭ | আপডেট : ২২ মার্চ ২০২০, ১৩:৪১

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বোর্ডের আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রবেশপত্র বিতরণ কার্যক্রম ২৮ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত  এক আদেশে ঢাকা বোর্ডের আওতাধীন সব কলেজের অধ্যক্ষদের এ বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

একই সঙ্গে ওই বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের নিজ বাসভবনে অবস্থান করে প্রস্তুতি গ্রহণের অনুরোধ করা হয়।

আগামী ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা। এ ছাড়া করোনাভাইরাসের এই সময়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সংসদ টিভিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সীমিত আকারে শ্রেণি কার্যক্রম প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এভাবে প্রতিদিন ৭টি করে প্রতি সপ্তাহে ৩৫টি ক্লাস প্রচার করা হবে। শিক্ষার্থীরা বাসায় বসেই টেলিভিশনে নিজ নিজ বিষয়ের ওপর অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে পাঠলাভ করতে পারবে।

করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার।

বিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ