আজকের শিরোনাম :

কোটা আন্দোলনকারী শির্ক্ষাথীদের উপর

হামলাকারীদের শাস্তিসহ চার দাবিতে রাবি ছাত্রজোটের স্মারকলিপি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০১৮, ১৮:০৫

রাবি, ০৮ জুলাই, এবিনিউজ : কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের বর্বরচিত হামলাকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাসহ ৪ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে প্রগতিশীল ছাটজোটের নেতারা।  আজ রবিবার দুপুরে উপাচার্য অনুপস্থিতিতে উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা এ স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সন্ত্রাস-সহিংসতা ও দখলদারিত্ব মুক্ত শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত,আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশি হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় ভার বহন করা।

এসময় উপস্থিত ছিলেন- প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক মহব্বত হোসেন মিলন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি লিটন দাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি এ এম শাকিল হোসেন, বিপ্লবী ছাত্র মৈত্রী সভাপতি ফিদেল মনির প্রমুখ।
 
এবিএন/মো: উমর ফারুক/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ