আজকের শিরোনাম :

কোটা সংস্কার আন্দোলন

রাবিতে গুরুতর আহত তরিকুলকে ঢাকায় স্থানান্তর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০১৮, ১৭:২৭ | আপডেট : ০৮ জুলাই ২০১৮, ২০:৪৭

রাবি, ০৮ জুলাই, এবিনিউজ : কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী গুরুতর শারীরিক অবনতির কারনে তরিকুলকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে তার সহপাঠীরা। আজ রবিবার সকাল ১০ টায় রাজশাহী নগরীর রয়েল হাসপাতাল থেকে তাকে নিয়ে ঢাকার পথে রওনা হয়েছেন তারা।

তবে কোন হাসপাতালে ভর্তি করা হবে সে বিষয়ে এখনো নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি। কোটা সংস্কার আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়ক মাহফুজা মোহিনী বিষয়টি নিশ্চিত করেন।

মাহফুজা মোহিনী বলেন, ‘রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়। এতে তার স্বাস্থ্যের অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে হচ্ছে।

তরিকুলকে ঢাকায় নেওয়ার কারণ জানতে চাইলে কর্তব্যরত চিকিৎসক ডা. আহমেদ বাবু বলেন, তরিকুলের যে অবস্থা তাতে উন্নত চিকিৎসা না করালে বড় ধরনের সমস্যা হতে পারে। এজন্য প্রয়োজন আরও কয়েকটি পরীক্ষা। দরকার পড়লে আবারও অস্ত্রপাচার করতে হবে তাই ঢাকায় নেওয়া হচ্ছে তাকে।

এবিএন/মো: উমর ফারুক/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ