আজকের শিরোনাম :

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় যাচ্ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ও

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৪

বুয়েট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর এবার ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউজিসির আয়োজনে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় যাচ্ছে না।

এর ফলে, আগের মতোই স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নেবে প্রতিষ্ঠানগুলো। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি নির্দেশিত সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সোমবার বিকেলে, বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে, বুধবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট ও বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউজিসির কেন্দ্রীয় পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নেয়।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্স বন্ধ হবে কি-না সে বিষয়ে সিদ্ধান্ত আসতে হতে পারে। এর আগে, রাষ্ট্রপতি আব্দুল হামিদ এসব কোর্স বন্ধের কথা বলার পর ইউজিসিও সান্ধ্যকালীন কোর্স বন্ধের নির্দেশনা দিয়েছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ