আজকের শিরোনাম :

ইংরেজি পরীক্ষায় চরফ্যাশনে ১৩৪ পরীক্ষার্থী বহিষ্কার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৮

ভোলার চরফ্যাসনে দাখিল ইংরেজি ১মপত্র পরীক্ষায় তিন কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ১৩৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

এদের মধ্যে ১২৪ জনকে ইংরেজি ১মপত্র বিষয়ের জন্য এবং অপর ১০ জনকে সকল পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন জানিয়েছেন।

সংশ্লিষ্ট কেন্দ্র সচিবগণ জানান, বৃহষ্পতিবার দাখিল ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় নুরাবাদ ফাযিল মাদরাসা কেন্দ্রে ১২৪ জন পরীক্ষার্থীকে ইংরেজি ১মপত্র পরীক্ষা থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন জানান, নৈবৃত্তিক প্রশ্নপত্রের উপর সঠিক উত্তরগুলো টিকচিহ্ন দিয়ে সনাক্ত করার দায়ে ওই কেন্দ্রের  ১২৪ জন পরীক্ষার্থী এক বিষয়ের জন্য বহিষ্কার করা হয়। এছাড়াও শশীভূষণ এ মালেক দাখিল মাদরাসা কেন্দ্রে ৫ জন এবং দক্ষিণ আইচা রাব্বানীয় আলীম মাদরাসা কেন্দ্রের আরও ৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ