আজকের শিরোনাম :

কোটা সংস্কার: ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০১৮, ১৭:৩৫

ঢাকা, ০৩ জুলাই, এবিনিউজ : কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১২টায় ঢাবি ছাত্র-শিক্ষক কেন্দ্রে অবস্থিত সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থী’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাস, আন্দোলনকারীদের উপর হামলার বিচার ও আটককৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

মানববন্ধনে বাংলাদেশে ছাত্র ফেডারেশনের ঢাবি সভাপতি উম্মে হাবিবা বেনজির বলেন: ‘কোটা সংস্কার আন্দোলন নায্য ছিল তাই প্রধানমন্ত্রী তা মেনে নিয়েছিলেন। দাবি মেনে নেওয়ার পর শিক্ষার্থীরা তাকে মাদার অব এডুকেশন উপাধি দিয়েছেন। কিন্তু তিনি সে দাবি বাস্তবায়ন না করে ছাত্র সমাজের সাথে প্রতারণা করেছেন।’

তিনি আরও জানান, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন ৮ এপ্রিল রাতের ঘটনায় তিনি ঘুমাতে পারেননি। কিন্তু আপনার কাছে আমাদের প্রশ্ন হলো নুর যখন ছাত্রলীগের নৃশংস হামলার শিকার হয়ে হাসপাতালে বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন তখন আপনার কি করে ঘুম আসে।’

তিনি আরও বলেন, ‘শহীদ মিনার একটি নিরাপদ ও পবিত্র জায়গা। যে কেউ সেখানে কথা বলতে পারে। কিন্তু সেখানেও শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই ও দোষীদের বিচার চাই।’ 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ