আজকের শিরোনাম :

নবীনদের অপেক্ষায় ঢাকা কলেজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০, ১২:১৯

স্নাতক শ্রেণির ২০১৯-২০ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের অপেক্ষায় ইতিহাস ঐতিহ্যের বিদ্যাপীঠ ঢাকা কলেজ। এরই মধ্যে ১৮ একরের সবুজ ক্যাম্পাসের শহীদ মিনার চত্বর, বিজয় চত্বর, ফুল বাগান, ক্যাফেটেরিয়া, পুকুর পাড়, কেন্দ্রীয় খেলার মাঠ সহ পুরো প্রাঙ্গণই নবীন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। সম্পন্ন করা হয়েছে ভর্তি কার্যক্রম।

এ বছর ঢাকা কলেজের ১৯টি বিভাগে ৩ হাজার ৫১৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। আগামী ২১ জানুয়ারি বিজ্ঞান ও ব্যবসায় অনুষদের নবীন শিক্ষার্থীদের এবং ২৭ জানুয়ারি  কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

এর আগে সোমবার (২০ জানুয়ারি) প্রতিটি বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত হবে। নবীন বরণ উৎসবকে ঘিরে প্রতিটি বিভাগেই চলছে প্রস্তুতি।

শুধুমাত্র ঢাকা কলেজে নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ক্লাস আগামী মঙ্গলবার (২১ জানুয়ারি) থেকেই শুরু হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-২) মুন্সি শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২১ জানুয়ারি থেকে ক্লাস শুরু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সাত কলেজের প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।

এ বছর সাত কলেজে মোট ২১ হাজার ২৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা কলেজের ১৯টি বিভাগে ৩ হাজার ৫১৫ জন, ইডেন মহিলা কলেজের ২২টি বিভাগে ৪ হাজারে ৬৮৫ জন, সরকারি তিতুমীর কলেজের ২২টি বিভাগে ৫ হাজার ৬৮০ জন, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ২০টি বিভাগে ১ হাজার ৩৯৫ জন, সরকারি বাঙলা কলেজের ১৮টি বিভাগে ২ হাজার ৩৬০ জন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ১৭টি বিভাগে ১ হাজার ৫৭০ জন, এবং কবি নজরুল সরকারি কলেজের ১৭টি বিভাগে ১ হাজার ৮২০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।

উল্লেখ্য শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত করা হয়। এসব শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় আড়াই লক্ষাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছেন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ