আজকের শিরোনাম :

৯৮ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০১৮, ১৩:২৫

ঢাকা, ০১ জুলাই, এবিনিউজ : উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠার পর থেকে সকল নৈতিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেয়া জাতির আলোকবর্তিকা এ প্রতিষ্ঠানটি ৯৭ বছর পেরিয়ে ৯৮ বছরে পদার্পণ করেছে।
১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল ঐতিহাসিকভাবে বাংলাদেশের সকল শ্রেষ্ঠ অর্জনের গর্বিত অংশীদার ঐতিহ্যবাহী এই বিশ্ববিদ্যালয়টি।

দিবসটি উপলক্ষে নানা কর্মসূচীর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ রোববার সকাল সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এরপর র‌্যালিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীরা ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে সমবেত হন। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এর আগে সকাল ১০টা ৩৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে তৈরীকৃত একটি ওয়েবসাইটের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ বলেন, ‘২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি এবং একই সাথে স্বাধীনতার সূবর্ণজয়ন্তীকে সামনে রেখে ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে এ বিষয়ক কার্যক্রম আজকে থেকে শুরু হল। ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত এ ওয়েবসাইট আপডেটেড হবে।’

১০ টা ৪৫ মিনিটে ৯৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর স্মরণিকা উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামানের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এম এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ প্রমুখ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।

প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের প্রতিপাদ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে উচ্চশিক্ষা।’

এবিএন/জসিম/নির্ঝর

এই বিভাগের আরো সংবাদ