আজকের শিরোনাম :

কোটা বাতিলের প্রজ্ঞাপন দাবি করে ইবিতে মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০১৮, ১৯:২৮

ইবি (কুষ্টিয়া), ০৯ মে, এবিনিউজ: কোটা পদ্ধতি বাতিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা দ্রুততম সময়ের মধ্যে প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র ব্যানারে আজ দুপুরে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’র চত্ত্বরে এ কর্মসূচি পালন করে তারা।
 
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা জানায়, ‘জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিলের যুগান্তকারী যে ঘোষণা দিয়েছেন, আমরা চাই তা দ্রুততম সময়ের মধ্যে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হোক।’

ক্যাম্পাস সূত্রে জানা যায়, শিক্ষার্থীরা মানববন্ধন নিয়ে র‌্যালি করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে শিক্ষার্থীরা আবারো মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে এসে মানববন্ধনে একত্রিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়।


এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ