আজকের শিরোনাম :

ইবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ : পাশ ২০ শতাংশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯, ২০:১৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

আজ সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর কাছে ফল হস্থান্তর করেন ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. মোস্তফা কামাল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘ডি’ ইউনিটের ৫৫০ টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেয় মোট ১৯ হাজার ৬১৩ জন ভর্তিচ্ছু। এতে পাশ করেছেন ৩৮৭৭ জন যা মোট ভর্তিচ্ছুর ২০ শতাংশ। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মুঠোফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে ফল জানিয়ে দেয়া হয়েছে।

ভর্তি পরীক্ষার ফলাফলসহ অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://iu.ac.bd) থেকে পাওয়া যাবে।


এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ