আজকের শিরোনাম :

বেরোবিতে ‘সি’ ও ‘এফ’ ইউনিটের ভর্তিযুদ্ধ শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯, ০৯:৪১

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ (বাণিজ্য অনুষদ) ও ‘এফ’ (জীব ও ভূবিজ্ঞান অনুষদ) ইউনিটের ১ম শিফটের ভর্তিযুদ্ধ শুরু হয়েছে। আগের মতো আজও (১৩ নভেম্বর) চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার ‘সি’ ইউনিটে আবেদন জমা পড়েছে  ৯ হাজার ৮৭৫টি। এই ইউনিটে আসন রয়েছে ২৪৫টি। প্রতি আসনে লড়বেন প্রায় ৪১ জন ভর্তিচ্ছু।

‘এফ’ ইউনিটে (জীব ও ভূবিজ্ঞান অনুষদ) আবেদন করেছেন ৮ হাজার ১৯০জন ভর্তিচ্ছু। এতে আসন রয়েছে ১২০টি। প্রতি আসনে লড়বেন প্রায় ৬৯ জন ভর্তিচ্ছু।

পরীক্ষার্থীদের সঙ্গে অবশ্যই প্রবেশপত্র এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড আনতে হবে। পরীক্ষার হলে কোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস বহন করা যাবে না।

গেল ১০ নভেম্বর ‘এ’ ইউনিট (কলা অনুষদ) এবং ১২ নভেম্বর ‘বি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

সর্বশেষ ১৪ নভেম্বর ‘ডি’ ইউনিট (বিজ্ঞান অনুষদ) ও ইঞ্জিনিয়ারিং অনুষদের (ই ইউনিট) পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ