বেরোবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯, ০৯:৩৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বষের্র ‘বি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা চলছে। মঙ্গলবার (১২ নভেম্বর) ‘বি’ ইউনিটের চার শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ১ম শিফটের পরীক্ষা শুরু হয়েছে।

এবার ‘বি’ ইউনিটে আবেদন জমা পড়েছে ২৩ হাজার ৯২টি। ‘বি’ ইউনিটে আসন রয়েছে ৩৭৫টি। প্রতি আসনে লড়বেন প্রায় ৬২ জন ভর্তিচ্ছু।

পরীক্ষার্থীদের প্রবেশপত্র এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে। পরীক্ষার হলে কোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস বহন করা যাবে না।

গেল ১০ নভেম্বর ‘এ’ ইউনিটের (কলা অনুষদ) পরীক্ষা শেষ হয়েছে। ১২ নভেম্বর ‘বি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) পরীক্ষা চলছে।

আগামী ১৩ নভেম্বর ‘সি’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) ও ‘এফ’ ইউনিটের (জীব ও ভূ-বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে। সর্বশেষ ১৪ নভেম্বর ‘ডি’ ইউনিট (বিজ্ঞান অনুষদ) ও ইঞ্জিনিয়ারিং অনুষদের (‘ই’ ইউনিট) পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ