আজকের শিরোনাম :

রাবি'র বঙ্গমাতা হলের প্রাধ্যক্ষ পদ থেকে বিথীকা বনিককে অব্যাহতি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ পদ থেকে সংস্কৃত বিভাগের অধ্যাপক বিথীকা বণিককে আনুষ্ঠানিক অব্যহতি দেয়া হয়েছে। পাশাপাশি মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আঞ্জুমান আরাকে সাময়িক প্রাধ্যক্ষ পদে দায়িত্ব দেয়া হয়েছে।

আজ শুক্রবার  বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এম.এ বারী সাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সংষ্কৃত বিভাগের প্রফেসর বিথীকা বণিককে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষের পদ থেকে অব্যাহতি দেয়া হলো এবং হলের আবাসিক শিক্ষক আঞ্জুমান আরাকে সাময়িক প্রাধ্যক্ষের পদে হিসেবে দায়িত্ব পালনের অনুমতি দেয়া হলো। প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের জন্য ভাড়ামুক্ত বাসা ও অন্যান্য সুবিধা পাবেন।

এর আগে অধ্যাপক বিথীকা বনিকের বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুরের বাসায় টিউশনি করাতে গিয়ে তাঁর ভাই শ্যামল বণিকের যৌন হয়রানির শিকার হয়েছেন ইংরেজি বিভাগের এক ছাত্রী।

এ ঘটনায় তীব্র আন্দোলন নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে প্রাধ্যক্ষের নানা অনিয়ম ও যৌন হয়রানি ঘটনায় তার পদ থেকে অব্যাহতি চেয়ে ছয় দফা দাবি তুলে ধরে আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনের মুখে সেই অধ্যাপককে  দ্রুত  অব্যাহতি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান।


এবিএন/উমর ফারুক/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ