আজকের শিরোনাম :

ঢাবির ‘গ’ ইউনিটে পাস ১৫.৪৯ শতাংশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৭ | আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৩৬২ জন। পাসের হার ১৫.৪৯%। 

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

গত ১৩ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ২৯ হাজার ৫৮ জন। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২৮ হাজার ১৬৯ জন। এর মধ্যে নৈর্ব্যক্তিকে পাস করেন ৬ হাজার ৮০২ জন। লিখিত পরীক্ষায় পাস করেন ৪ হাজার ৩৬২ জন। বিভিন্ন কারণে ৬৮টি উত্তরপত্র বাতিল হয়।

বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd-এ জানা যাবে। 

এ ছাড়া আবেদনকারীরা যে কোনো অপারেটরের মোবাইল ফোন থেকে DU GA টাইপ করে ১৬০২১ নম্বরে send করে ফিরতি sms-এ পেতে পারবেন পরীক্ষার ফল।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ