আজকের শিরোনাম :

বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায়

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধের ডাক রাবি সাংবাদিকদের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৮ | আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ও সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে স্থানীয় নেতাকর্মীরা।

এতে তিন সাংবাদিক সহ আহত হয়েছে অন্তত ২০জন শিক্ষার্থী। এ ঘটনায় শনিবার বিকেল সাড়ে ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ঢাকা- রাজশাহী মহাসড়ক অবরোধ ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকরা।

বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জয় বলেন,বশেমুরবিপ্রবিতে  উপাচার্যের লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলায় চালিয়েছে । যা দুঃখজনক।  এ ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের  তিনটি সংগঠনের কর্মরত সাংবাদিকরা  বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ঢাকা - রাজশাহী মহাসড়কে অবস্থান কর্মসূচী পালন করবে।


এবিএন/উমর ফারুক/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ