আজকের শিরোনাম :

ঢাবি ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের অভিযোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১০

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের অধীনে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।

তবে পরীক্ষার প্রশ্নপত্রে ভুল রয়েছে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এদিকে ভুল হয়ে থাকলে প্রশাসন তা বিবেচনায় নেবে বলে জানানো হয়। এদিকে শনিবার অনুষ্ঠিত হবে খ ইউনিটের ভর্তি পরীক্ষা।

শিক্ষার্থীরা জানান, ক ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের পদার্থ বিজ্ঞানের লিখিত অংশের একটি প্রশ্নের ইংরেজি অনুবাদে 'গাড়ির আদিবেগ' দেওয়া থাকলেও বাংলায় আদিবেগ উল্লেখ করা হয়নি। ফলে অনেক শিক্ষার্থী ওই প্রশ্নের উত্তর দিতে পারেননি। অনেক শিক্ষার্থী আদিবেগবিহীন ওই প্রশ্নের উত্তর মেলাতে গিয়েও পারেননি। তাই ওই প্রশ্নের নম্বর সবাইকে দেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, যদি প্রশ্নে ভুল থাকে, তাহলে কমিটি তা দেখবে। এর আগে পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ ড. মো. কামাল উদ্দীন এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরীসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষক পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে উপাচার্য সাংবাদিকদের বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে।

খ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার : ২০১৯-২০ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত খ ইউনিটের অধীনে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭২টি কেন্দ্রে। এ বছর খ ইউনিটে ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৪৫ হাজার ১৮ জন।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এ ধরনের কোনো ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ এবং পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবেন। ভর্তি পরীক্ষার সিটপ্ল্যান বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ