আজকের শিরোনাম :

ডাকসু থেকে রাব্বানীকে সরাতে প্রয়োজনে আদালতে যাব: নুর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:২৪

চাঁদাবাজি-টেন্ডারবাজিসহ নানা অভিযোগে ছাত্রলীগের নেতৃত্ব থেকে অব্যাহতি পাওয়া গোলাম রাব্বানীকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) রাখতে চান না ভিপি নুরুল হক নুর। প্রয়োজনে তিনি আদালতে যাবেন বলেও গণমাধ্যমকে জানিয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে ডাকসু ভিপি নুর বলেন, গোলাম রাব্বানীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে, নৈতিক স্খলনের জন্য তাকে সংগঠন থেকে পদচ্যুৎ করা হয়েছে৷ ছাত্রলীগ যেখানে এ ধরনের অপরাধকে প্রশ্রয় দেয়নি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রশ্রয় দেয়ার প্রশ্নই উঠে না৷ আমরা তার পদত্যাগ চেয়েছি৷ ডাকসুর অন্যদের সঙ্গে কথা বলে তাকে (রাব্বানী) সরাতে আনুষ্ঠানিকভাবে চিঠি দেব, উপাচার্যকে মৌখিকভাবে জানিয়েছি৷

নুর বলেন, আমি শুনেছি যে তিনি(গোলাম রাব্বানী) পদত্যাগ করবেন৷ আর যদি পদত্যাগ না করেন তবে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনে আদালত পর্যন্ত যাব৷ তবে আমার মনে হয় সেটা করতে হবে না৷ কারণ ডাকসুর এক্সিকিউিটভ মিটিং করে সিদ্ধান্ত নেওিয়া যেতে পারে৷ উপাচার্যের একক ক্ষমতা দেওয়া আছে, তিনি চাইলে এমন অভিযোগে বা যে কেউ দায়িত্ব পালনে অক্ষম হলে ব্যবস্থা নিতে পারবেন৷ উপাচার্য নৈতিক জায়গা থেকে পিছুপা হবেন না বলে আমি মনে করি৷

এসময় ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের প্রশংসা করে ভিপি নুর বলেন, মার্যাবান ব্যক্তি হওয়ায় ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন সিনেট থেকে পদত্যাগ করেছেন। এটা ভালো উদ্যোগ। আশা করি, গোলাম রাব্বানীও তাকে (শোভন) অনুসরণ করবেন৷

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ