আজকের শিরোনাম :

ছুটি শেষে ফের প্রাণচঞ্চল ইবি’র ক্যাম্পাস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০১৯, ১৯:১৯

শিক্ষার্থীদের পদচারণায় আবারও প্রাণচঞ্চল হয়ে উঠেছে ১৭৫ একরের ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঈদুল আযহা উপলক্ষে ১১ দিনের ছুটিতে ছিল বিশ্ববিদ্যালয়টি। ছুটি শেষে গত ১৮ আগস্ট অফিস ও আবাসিক হলসমূহ খুলে দেয়া হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে ইতোমধ্যেই ক্যাম্পাসে ফিরেছে শিক্ষক-শিক্ষার্থীরা।

আজ (১৯ আগস্ট) থেকে যথারীতি ক্লাস-পরীক্ষাও আরম্ভ হয়েছে। ফলে বাড়ি থেকে ফেরা শিক্ষার্থীদের পদচারণায় অনুষদ ভবনগুলো ফিরে পেয়েছে পূর্ণতা, ক্যাম্পাস হয়ে উঠেছে মুখরিত। বিশ্ববিদ্যালয়ের চত্ত্বরগুলো জমে উঠেছে আড্ডায়। ‘ইসলামী বিশ্ববিদ্যালয়’ নামাঙ্কিত বাসগুলো চলতে শুরু করেছে চিরচেনা রুটে।

খোঁজ নিয়ে জানা গেছে, তুলনামুলক কম হলেও আটটি অনুষদের বেশ কয়েকটি বিভাগে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে আজ থেকেই। ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হুমায়ুন কবির জানান, প্রথম দিনই ভিসি স্যার আমাদের একটা ক্লাস নিয়েছেন। ছুটির পর প্রথম ক্লাস এটি। আশা করি, দুয়েকদিনের মধ্যেই পুরোদমে ক্লাস শুরু হয়ে যাবে।

এদিকে দীর্ঘদিন পর প্রিয় বন্ধুদের কাছে পেয়ে গল্প-আড্ডায় মেতে উঠেছে অনেকে। কেউ কেউ আবার চা-কফি কিংবা ঝালমুড়ির দোকানে জটলা পাকিয়ে করছে নাস্তা। বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদ, আরমান, হিমু।

তারা জানায়, বেশ কয়েকদিন পর ক্যাম্পাস খুলেছে। আজ ক্লাস তেমন হয়নি। তবে ডিপার্টমেন্টে এসে বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি। প্রথম দিনটি ভালোই গেলো।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠন, অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠনগুলোও শুরু করেছে তাদের ঈদ পরবর্তী তৎপরতা। খুলেছে ক্যাম্পাসকেন্দ্রীক গড়ে ওঠা দোকানপাটগুলো।
 

এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ