আজকের শিরোনাম :

রাবিকে মাদকমুক্ত ক্যাম্পাসের দাবি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০১৯, ১৯:০০

রাজশাহী বিশ্ববিদ্যালয়কে মাদক মুক্ত ক্যাম্পাসের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সামাজিক সংগঠন ‘বন্ধন’ আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে এসব দাবি জানান তারা।
 
এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড.লায়লা আরজুমান বানু বলেন, বিশ্ববিদ্যালয় হলো উচ্চ শিক্ষা কেন্দ্র। যেখানে মেধা আহরণ করতে মেধাবী শিক্ষার্থীরা এখানে অধ্যয়ন করে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় অনেক মেধাবী শিক্ষার্থীরা মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। পড়াশোনা থেকে অকালে ঝরে পড়ছে তাঁরা। যারে ফলে শিক্ষার্থীরা নানা অপকর্মে জড়িয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা কেনও মাদকে দিকে ঝুঁকছে সে কারণ গুলো আমাদের সকলের জানতে হবে। মাদক নির্মূলে প্রশাসনেরসহ সকল শিক্ষার্থীদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয় অনেক কর্মচারী মাদক ব্যবসার সাথে যুক্ত। তাদের মাধ্যমে আবাসিক হলগুলোসহ ক্যাম্পাসের অভ্যন্তরে নেশাজাতীয় মাদক সরবরাহ করে থাকে। যার কারণে শিক্ষার্থীরা অতি সহজেই মাদক সেবন করতে পারছে। দিন-দিন মাদকের আসক্তির পরিমাণ বাড়ছে। যারা মাদক সরবরাহ করছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করার দাবি জানায় শিক্ষার্থীরা। এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনটির আহব্বায়ক মুশফিকা তাসলিম, কার্যর্নিবাহী সদস্য আল-আমিন, জীবন রায়, তানভীর, মাসুদ হাসান, প্রমুখ।

এবিএন/মো.উমর ফারুক/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ