আজকের শিরোনাম :

পরীক্ষা না দিয়েও পাশ করেছে তিতুমীরের শিক্ষার্থী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০১৯, ১০:৩০

পরীক্ষায় অংশগ্রহণ না করেও সিজিপিএ ৩.৭৫ পেয়েছে ঢাবি অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৮ জুলাই) ১৪-১৫ সেশনের রাস্ট্রবিজ্ঞান বিভাগের ফলাফল প্রকাশ হলে এ তথ্য নিজের ফেইসবুক আইডিতে পোস্ট করেন ওই শিক্ষার্থী।

নুর মোহাম্মদ নামের ওই শিক্ষার্থী বলেন, লাস্টের তিনটি বিষয়ে আমি পরিক্ষা দেইনি। তবে মজার ব্যাপার হল যেই বিষয়ে আমি পরিক্ষা দেই নাই ওই বিষয়ে সবচেয়ে ভাল ফলাফল করেছি। পলিটিক্যাল সোসিয়াল বিষয়ে আমি ৩.৭৫ সিজিপিএ পেয়েছি।

খোঁজ নিয়ে জানা যায়, ওই শিক্ষার্থীর ফেসবুক স্টাটাসটি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীর ফলাফল ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীর ফলাফল ঠিকঠাক থাকলেও ওই শিক্ষার্থীর ফলাফল খুঁজে পাওয়া যাচ্ছে না।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ