শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে ভারতীয় শিক্ষা মেলা

  বিজ্ঞপ্তি

১৮ জুলাই ২০১৯, ১৬:৪৮ | আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৬:৫৬ | অনলাইন সংস্করণ

ঢাকায় শুরু হচ্ছে ‌‘স্টাডি ইন ইন্ডিয়া’ শীর্ষক ভারতীয় শিক্ষা মেলা। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) দুই দিনব্যাপী এ মেলা শুরু হবে। 

মেলা উদ্বোধন করবেন ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (এডুকেশন) জিসনু প্রসন্ন মুখার্জি। মেলায় ভারতের প্রায় ৪০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। উল্লেখযোগ্য কয়েকটি হল- ইন্টারন্যাশনাল ব্যাকাল্যুটে (আইবি), ক্যামব্রিজ (আইজিসিএসি), ও ইন্ডিয়ান বোর্ডের আইএসসিই এবং সিবিএসই। এছাড়া কাসিগা স্কুল (দেহরাদুন), বিরলা ইন্টারন্যাশনাল স্কুল (রাজস্থান) সহ থাকবে আরো স্বনামধন্য অনেক শিক্ষাপ্রতিষ্ঠান।

অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা সহজেই ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বিষয়ক এবং তথ্য সংগ্রহ করতে পারবেন। এছাড়া শিক্ষার্থী এবং অভিভাবকরা এই মেলা থেকে তাদের চাহিদা, সুযোগ সুবিধা, কোর্স ফি, ইনস্টলমেন্ট সুবিধাসহ সকল তথ্য জানতে পারবেন।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ