আজকের শিরোনাম :

সিলেটে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০১৯, ১২:৫৩

সিলেট শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে। বুধবার (১৭ জুলাই) সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রী দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমেদ সিলেটে পাসের হার ও জিপিএ-৫ বৃদ্ধি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাদেশে এইচএসসি পরীক্ষায় পাস করেছেন ৭৩ দশমিক ৯৩ শতাংশ শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছেন ৪৭ হাজার ২৪৬ জন। গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন।

সেই হিসাবে এবার উচ্চ মাধ্যমিকে পাসের হার বেড়েছে ৭ দশমিক ২৯ শতাংশ। আর পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৮ হাজার ২৪ জন।

প্রসঙ্গত, ১ এপ্রিল চলতি বছরের এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১১ মে। এরপর ১২ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ২১ মে শেষ হয়। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় ২৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থী ছিলো ৭৬ হাজার ৬৯৮ শিক্ষার্থী। এর মধ্যে ৩৪ হাজার ৮৪১ জন ছেলে ও ৪১ হাজার ৮৫৭ জন মেয়ে, যা গত বছরের চেয়ে ৫ হাজার ১৩৫ জন বেশি।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ