আজকের শিরোনাম :

রাবিতে দ্বিতীয়বার ভর্তির সুযোগ চায় শিক্ষার্থীরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০১৯, ২০:০৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ বহাল রাখার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  আজ মঙ্গলবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনের সামনে মানববন্ধনে এসব এসব দাবি জানায়।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর বিভিন্ন কারণে অনেক আসন ফাঁকা থাকে। দ্বিতীয় বার ভর্তির সুযোগ দিলে ফাঁকা আসনগুলোতে যোগ্য শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে দুই-তৃতীয়াংশ শিক্ষার্থী দ্বিতীয়বার সুযোগ পেয়ে ভর্তি হয়েছে; তাহলে কেন এবার শিক্ষার্থীরা বঞ্চিত হবে?

শিক্ষার্থীরা আরো বলেন, প্রত্যেক মেধাবী শিক্ষার্থীদের পছন্দের শীর্ষ তালিকায় থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়। যদি কোন কারণে পারিবারিক বিপর্যয়, অসুস্থ হওয়া কিংবা দুর্ঘটনায় আহত হলে একজন মেধাবী শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারেনা। তাঁর স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। তাছাড়া মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছে কিন্তু মেডিকেলে পড়ার ইচ্ছা যাদের নেই তারা কেনও উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হবে?

মানববন্ধনে প্রায় অর্ধ-শতাধিক শিক্ষাথী অংশ নেন।  এদিকে মানববন্ধন শেষে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগটি অব্যহত রাখতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

এবিএন/মো.উমর ফারুক/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ