আজকের শিরোনাম :

ইবিতে ‘বিবাহ বিচ্ছেদ’ বিষয়ে পিএইচডি সেমিনার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০১৯, ১৮:০৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘শরিয়াহ আইন ও বাংলাদেশের প্রচলিত আইনের আলোকে বিবাহ বিচ্ছেদ’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৩ জুন) বেলা ১২টায় আইন অনুষদের সভা কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নূরুন নাহারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও আইন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. সেলিম তোহা।  এসময় বিশেষ অতিথি ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল। সেমিনারে আলোচক ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. হালিমা খাতুন ও সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খাঁন।

সেমিনারে সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম রবিউল হোসাইনের তত্ত্বাবধানে প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মাকসুদা খাতুন।

সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জুলফিকার হোসাইন, আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. একেএম নুরুল ইসলাম, অধ্যাপক গিয়াস উদ্দিন, অধ্যাপক ড. এম ইয়াকুব আলী, অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেহেনা পারভীন, সহকারী অধ্যাপক আরমিন খাতুন, আনিচুর রহমান প্রমুখ।

এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ