আজকের শিরোনাম :

ইবির শাপলা ফোরামের সভাপতি রেজওয়ান সম্পাদক মাহবুব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০১৯, ১৭:৪৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন ‘শাপলা ফোরামে’র সভাপতি হিসেবে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান নির্বাচিত হয়েছেন।

আজ রবিবার শাপলা ফোরাম কার্যনির্বাহী পর্ষদ ২০১৯ এর প্রধান নির্বাচন কমিশনার ও অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মুঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মেহের আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল, সদস্য অধ্যাপক ড. কামাল উদ্দিন, অধ্যাপক ড. জাকারিয়া রহমান, অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. রেবা মন্ডল, অধ্যাপক ইব্রাহীম আব্দুল্লাহ, সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার অধীকারী।

উল্লেখ্য, গত ২৯ জুন জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ, মহান মুক্তিযুদ্ধ ও বাঙালী জাতীয়তাবাদে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী নির্বাচন-২০১৯ নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে সর্বোচ্চ ভোট প্রাপ্ত প্রথম ১৫ জনকে নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচিত এই ১৫ সদস্য নির্বাচন কমিশনারের উপস্থিতিতে রবিবার এক জরুরি সভায় তাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচন করেন।
 

এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ