আজকের শিরোনাম :

জকসু নির্বাচনে আইন সংশোধনের কমিটি গঠন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০১৯, ১৬:০৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) এর গঠণতন্ত্র প্রণয়নের লক্ষ্যে আইন সংশোধনের সুপারিশ প্রদান সংক্রান্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার  (১ জুলাই) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত কিরা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এ ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) এর বিষয়ে কোন ধারা বা উপধারা না থাকায় বিশ্ববিদ্যালয় আইনে উক্ত ধারা বা উপধারা সংযোজন ও ‘জকসুর গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে আইন সংশোধনের প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে আইন বিভাগের অধ্যাপক ড. সরকার আলী আক্কাস-কে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ইসলামের ইতিাহস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান, প্রক্টর ও পরিচালক (ছাত্র-কল্যাণ) ।

উক্ত কমিটিকে পঁয়তাল্লিশ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধনের জন্য সুপারিশ প্রদান ও ‘জকসুর গঠনতন্ত্র প্রণয়ন করার নির্দেশনা প্রদান করা হয়েছে। উল্লেখ্য, সহকারী রেজিস্ট্রার (আইন) উক্ত কমিটিতে সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
 

এবিএন/মোস্তাকিম ফারুকী/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ