আজকের শিরোনাম :

কর্মচারীদের আন্দোলনে অস্থিতিশীল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০১৯, ১৯:৫২

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৪৪ মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মচারী সমন্বয় পরিষদের আন্দোলনে হামলার ঘটনায় অস্থিতিশীল হয়ে পড়েছে ক্যাম্পাস। গত মঙ্গলবার দুপুরে ওই হামলার বিচার দাবিতে গতকাল বুধবার দিনভর ক্যাম্পাসে বিক্ষোভ করে হামলাকারীদের শাস্তি দাবি করেছে কর্মচারীরা। এতে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

মঙ্গলবারের হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বুধবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বরাবর একটি স্মারকলিপিও জমা দিয়েছে কর্মচারী সমন্বয় পরিষদ। স্মারকলিপিতে কর্মচারীরা অভিযোগ করেন, গতকাল ‘২৫ জুন (মঙ্গলবার) প্রশাসনিক ভবনের দক্ষিন গেটে শান্তিপূর্ণ অবস্থান করিছিল তারা। কর্মসূচী চলাকালীন বিকেল ৩টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক দাবিউর রহমান, ভিসির পিএস আমিনুর রহমান ও উপরেজিস্ট্রার গোলাম মোস্তফার নেতৃত্বে  সাংবাদিকতা বিভাগের ২টি ব্যাচের শিক্ষার্থীদের লেলিয়ে দিয়ে আন্দোলনরত কর্মচারীদের উপর হামলা চালায়।’

এদিকে এই ঘটনার নিন্দা জানিয়ে বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষক সমিতি। সমিতির সাধারণ সম্পাদক খাইরুল কবীর সুমন বলেন, ‘আমরা জানতে পেরেছি যে, কতিপয় শিক্ষক ও কর্মকর্তা অনৈতিকভাবে শ্রেণীকক্ষ থেকে শিক্ষার্থীদের ডেকে নিয়ে যৌক্তিক দাবিতে আন্দোলনরত কর্মচারীদের উপর হামলা চালিয়েছে। এটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য কলঙ্কজনক অধ্যায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

 
এবিএন/ইভান চৌধুরী/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ