আজকের শিরোনাম :

সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০১৯, ১৭:৩৮ | আপডেট : ২৫ জুন ২০১৯, ২০:৪১

সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সিন্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ১১৬তম একাডেমিক কাউন্সিলের সভা থেকে প্রাথমিকভাবে এই সিন্ধান্ত নেয়া হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর মোঃ আবদুল হামিদের আহ্বানে সাড়া দিয়ে এই সিন্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিয়ে আমরা এই সুপারিশ গ্রহণ করেছি। প্রচলিত ভর্তি পরীক্ষার সময় দেশব্যাপী শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক দুর্ভোগ ও বিড়ম্বনায় পড়তে হয়। অর্থ ও সময়ের অপচয় ঘটে। এসব বিবেচনা করে আমরা ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে সমন্বিত ভর্তি পরীক্ষার পক্ষে সর্বসম্মত সুপারিশ করেছি।’

উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস. এম. আব্দুল লতিফ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি এবং একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ।


এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ