আজকের শিরোনাম :

ঢাবি যোগাযোগ বৈকল্য বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০১৯, ১৮:৩০

ঢাকা বিশ্ববিদ্যালয় যোগাযোগ বৈকল্য (Communication Disorder) বিভাগের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিভাগ কর্তৃক দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকালে বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ উপলক্ষে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে একটি আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালীতে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. হাকিম আরিফ, বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।  পরে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. হাকিম আরিফের সভাপতিত্বে সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

কর্মসূচীর অংশ হিসেবে বিকেলে অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল,এমপি। বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম ও  অধ্যাপক ডা. শাহিন আখতার।

 এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ