আজকের শিরোনাম :

রাবিতে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মদের বরণ আগামীকাল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০১৯, ১৭:৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মদের  আনুষ্ঠানিকভাবে বরণ করতে যাচ্ছে। আজ বুধবার (২৪ এপ্রিল) বিকেল ৩টা বিশ্ববিদ্যালয়ে ডিন্স কমপ্লেক্সে নবীনবরন অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  রাবি উপাচার্য ড.এম আবদুস সোবহান, বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য  প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, ড.চৌধুরী মো.জাকারিয়া, ছাত্র উপদেষ্টা লায়লা আরজুমান বানু,মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন খান, সাবেক মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার  আব্দুল মান্নান,  মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয়  কমিটি সাধারণ সম্পাদক  সরকার ফারহানা আক্তার (সুমি), মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু, ছাত্রলীগ রাবি শাখা সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু  সহ বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধার সন্তান ও কর্মকতারা অংশগ্রহণ করবেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সহ -সভাপতি ; আনিকা ফারিহা জামান অর্ণা। অনুষ্ঠানে প্রধান বক্তা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সভাপতি; আতিকুর রহমান বাবু

নবীণবরণসহ মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মদের  মিলন মেলার পাশাপাশি মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছে সাধারণ সম্পাদক অমর কুমার রায়, আরো জানান,আমাদের এমন আয়োজন ভর্তি হওয়া নবীন এবং  বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মদের মাঝে সম্প্রতি বন্ধন তৈরি করবে।

এবিএন/মো.উমর ফারুক/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ