আজকের শিরোনাম :

টেলি সামাদের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০১৯, ১৯:৪৩

বাংলাদেশের চলচ্চিত্র জগতের জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন। এবিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মাহমুদ আলম স্বাক্ষরিত এক শোকবার্তা গণমাধ্যমে পাঠানো হয়।

শোক বাণীতে উপাচার্য বলেন, টেলি সামাদ ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র জগতে এক শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা। তিনি গত চার দশক ধরে প্রায় ৬০০ চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জয় করে অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেছেন। নিজের অভিনয় শৈলী দিয়ে তিনি দর্শকদের বিনোদন ও হাসিতে সারাক্ষণ মাতিয়ে রাখতেন বলে উপাচার্য উল্লেখ করেন। উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, টেলি সামাদ ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগ থেকে লেখাপড়া সম্পন্ন করে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তিনি আজ শনিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ