আজকের শিরোনাম :

রাকসু নির্বাচন নিয়ে স্টুডেন্ট রাইটস এসোসিয়েশনের ৯ দফা দাবি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০১৯, ১৫:৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে সংলাপ কমিটির সাথে বৈঠক করেছে স্টুডেন্ট রাইট্স এসোসিয়েশনের নেতাকর্মীরা। এসময় তারা রাকসুর নির্বাচন তফসিল দ্রুত ঘোষণা, সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশের সুযোগ, পোলিং এজেন্ট দেয়ার সুযোগসহ নয় দফা দাবি জানান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা প্রক্টর দপ্তরে  রাকসু সংলাপ কমিটির আহ্বায়ক প্রফেসর ড. লুৎফর রহমানের সাথে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

খোলামেলা আলোচনা ছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অন্য যেসকল দাবি তুলে ধরেছে সংগঠনটি -  একটি সুষ্ঠু নির্বাচন বান্ধব পরিবেশ গড়ে তোলা, প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ ৩০ নির্ধারণ করা, ছাত্রত্ব শেষ এমন কাউকে যাতে প্রার্থী হওয়ার সুযোগ দেয়া না হয়, সান্ধ্যকালীন কোর্সের শিক্ষার্থীদের ভোটাধিকার এবং প্রার্থী হওয়ার সুযোগ না দেয়া, ভোট কেন্দ্র অবশ্যই একাডেমিক ভবন কেন্দ্রিক করা, শিক্ষক এবং ছাত্রদের সমন্বয়ে পর্যবেক্ষণ দল গঠন, সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশের সুযোগ দেয়া, নির্বাচনে পোলিং এজেন্ট দেয়ার সুযোগ, নির্বাচনে সব প্রার্থীদের সমানভাবে প্রচারণার সুযোগ প্রদান।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, ছাত্র-উপদেষ্টা, প্রফেসর লায়লা আঞ্জুমান বানু, সহকারী প্রক্টর নাজমুল হায়দার, সংগঠনটির আহ্বায়ক কে এম সাকিব, সদস্য রাশেদ রাজন, সারোয়ার সাব্বির, ফারহানা সুলতানা, আবু বকর অন্তু, মাজহারুল ইসলাম, সাফিকুল ইহসান সিফাত, ফয়সাল আহমেদ প্রমুখ।


এবিএন/উমর ফারুক/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ