আজকের শিরোনাম :

রাবি গ্রন্থাগারে বই নিয়ে প্রবেশের দাবি শিক্ষার্থীদের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০১৯, ২০:৩০

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে বই নিয়ে প্রবেশ করার অনুমতিসহ ৭দফা দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।  আজ মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী মাসুদ শেখের সঞ্চালনায় ম্যাটেরিয়েল এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মাষ্টার্সের শিক্ষার্থী তারিকুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী মেধাবী এবং সবাই অনেক পড়াশোনা করে।বিশ্ববিদ্যালয়ে বড় গ্রন্থাগার থাকা সত্বেও শিক্ষার্থীরা দিনদিন পড়ার আগ্রহ হারিয়ে ফেলছে। মূল গ্রন্থাগার রুমে আসন গুলো প্রায় ফাঁকা থাকে  অথচ ডিসকাশন রুমে পড়ার লাইন ধরতে হয়। আসন সংখ্যা সীমিত থাকায় অনেকে পড়ার সুযোগ পায় না।। যদি রিডিং রুমে  নিজস্ব চাকরীর বই নিয়ে প্রবেশ করতে দেয় তাহলে রিডিং রুমে শিক্ষার্থীদের জন্য ভালো হবে।

এসময় সাধারণ শিক্ষাথীরা সাতটি দাবি  উত্থাপন করে।শিক্ষার্থীদের দাবিগুলো ,কেন্দ্রীয় গ্রন্থাগারে বুক সেলফ্ সিস্টেম চালু করে নিজস্ব বই নিয়ে প্রবেশ করার অনুমতি।স্থায়ী সমাধানকল্পে কেন্দ্রীয় গ্রন্থাগারে তৃতীয় তলায় মসজিদ সংলগ্ন ফাঁকা স্থানে স্থায়ী ফ্লোর নির্মাণ করে আসন সংখ্যা বৃদ্ধি। কেন্দ্রীয় গ্রন্থাগার সকাল ৮ টা হতে রাত ১০ টা পর্যন্ত  দৈনিক ১৪ ঘন্টা খোলা রাখা। শুক্রবার বিকাল ৩ টা থেকে রাত ১০ টা এবং শনিবার সকাল ৮ টা হতে রাত ১০ টা পর্যন্ত খোলা রাখা। সরকারী ছুটি ব্যতীত অন্যন্য ছুটি যেমন গ্রীষ্মকালীন ও শীতকালীন সময়ে হল বন্ধ থাকা সাপেক্ষে কেন্দ্রীয় গ্রন্থাগার ও ডিসকাশন রুম খোলা রাখা। বিদ্যুৎ চলে যাওয়ার পর গ্রন্থাগারের ডিসকাশন রুম অন্ধকার থাকে, এতে দীর্ঘ সময় পড়াশোনার ব্যাঘাত নিরসনে  পর্যাপ্ত বাল্বের ব্যাবস্থা করা। ডিসকাশন রুমে পর্যাপ্ত শিলিং ফ্যান দেয়াসহ পুরোনো শব্দ সৃষ্টিকারী ফ্যানগুলো পরিবর্তন করা।মানববন্ধনে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।

এবিএন/মো.উমর ফারুক/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ