আজকের শিরোনাম :

ডাকসুর পুর্ননির্বাচনের দাবি: তৃতীয় দিনে গড়ালো অনশন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০১৯, ১৭:৩৬ | আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১৭:৩৯

ডাকসুর পুনর্র্নিবাচনের দাবিতে তৃতীয় দিনের মতো অনশন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী। অনশনকারীদের মধ্যে পাঁচজন কেন্দ্রীয় ও বিভিন্ন হল সংসদে নির্বাচন করেছেন। পুনর্র্নিবাচনের দাবির পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্টদের পদত্যাগেরও দাবি জানিয়েছেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ও হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে আবারও নির্বাচনের দাবিতে মঙ্গলবার সন্ধ্যা থেকে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেন। অনশনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের ১৪ জন শিক্ষার্থী।

এদিকে, বুধবার (১৩ মার্চ) রাত থেকে অনশন শুরু করেছেন রোকেয়া হলের পাঁচ শিক্ষার্থী। অনশনে শিক্ষার্থীরা পুনরায় ভোটগ্রহণের দাবিতে অনড় অবস্থানে থাকার কথা জানান। এ দাবির প্রতি আবারও একাত্মতা প্রকাশ করেছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। তবে রোকেয়া হলের প্রভোস্ট জানিয়েছেন, আন্দোলনকারীরা গুজবে কান দিয়ে বিভ্রান্ত হচ্ছেন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ