আজকের শিরোনাম :

ইবিতে ঘুষ গ্রহণের অভিযোগে কর্মকর্তা বহিস্কার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০১৯, ১১:২৩

শিক্ষার্থীর কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। ওই কর্মকর্তার নাম মো. মোক্তার হোসেন। তিনি পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের শাখা কর্মকর্তা হিসেবে কর্মরত। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার দফতর থেকে প্রেরিত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নেয়ামুল কবিরের নিকট থেকে ট্রান্সক্রিপ্ট উত্তোলনের জন্য উৎকোচ গ্রহণ করেন ওই কর্মকর্তা। 

বিষয়টির প্রাথমিক সত্যতা প্রমাণ পাওয়ায় ‘কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ৩ (ডি) ধারায় তাকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসাথে বিষয়টি অধিকতর তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মেহের আলীকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিছুর রহমান এবং পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের সহকারী রেজিস্ট্রার আহসানুল হক (সদস্য সচিব)। 

উল্লেখ্য, কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

এবিএন/অনি আতিকুর রহমান/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ