আজকের শিরোনাম :

বিশৃঙ্খলা সৃষ্টি করলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে: উপাচার্য

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০১৯, ১৭:০৪ | আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৯:০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আখতারুজ্জামান। 

বুধবার (১৩ মার্চ) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় ডাকসু পুনর্র্নিবাচনের বিষয়টি নাকচ করে দেন উপাচার্য।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে একটি স্থিতিশীল, শৃঙ্খলাপূর্ণ, ভালো একটি সুষ্ঠু একাডেমিক পরিবেশ বিরাজ করছে। এখানে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সেগুলো কোনো ক্রমেই বিশ্ববিদ্যালয় সহ্য করবে না। অপরাধমূলক কোনো কাজ সংগঠিত হলে সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন উপাচার্য।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ